ধনবাড়ী

মাদকের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি

মাদকের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে জনসচেতনতায় মাদকের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে এক মাদক স¤্রাটের বিরুদ্ধে। পাইস্কা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাবুলকে এ হুমকী দেয়া হয়। নিরাপত্তাহীনতায় ভোগায় এর প্রতিকার চেয়ে গত বৃহস্পতিবার ওই চেয়ারম্যান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।প্রাণনাশের হুমকির বিষয়ে গতকাল শনিবার সাংবাদিকদের জাহাঙ্গীর আলম বাবুল বলেন, ধনবাড়ী থানা পুলিশের উদ্যোগে গত ২৫ সেপ্টেম্বর পাইস্কা বাজারে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এসময় একই ইউনিয়নের প্যারিআটা গ্রামের সাবেক ব্যাংকার মৃত খোরশেদ আলমের ছেলে নুর আলম লিটু ওরফে নুর লিটু মাদক ব্যবসা করে যুব সমাজ ও তরুণদের ধ্বংস করছে বিষয়টি ওপেন হাউজ ডে তে তুলে ধরি। উপস্থিত স্থানীয়রাও তাঁর বিরুদ্ধে মাদকের বিষয়ে জনগণকে সচেতন করে বক্তব্য দেন। তাঁকে সবাই ইউনিয়নের মাদক স¤্রাট হিসাবে জানে।পাইস্কা এলাকার সচেতন নাগরিক ফিরোজ জোয়াদ্দার বলেন, ‘ওপেন হাউজ ডে তে মাদক স¤্রাট লিটুর বিরুদ্ধে অনেকই বক্তব্য দেন। তাঁর বিরুদ্ধে বক্তব্য দেয়ায় চেয়ারম্যানকে প্রকাশ্যে পরদিন একই বাজারে প্রাণনাশের হুকমী দেয় লিটু। এদিকে একই অভিযোগ তুলেছেন স্থানীয়রা।’
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ইদ্রিস আলী বলেন, ‘গত বৃহস্পতিবার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। মাদকের বিরুদ্ধে পুলিশ সব সময়ই সোচ্চার।’

সৈয়দ সাজন আহমেদ রাজু
মোবা: ০১৮১১৯১৫৭৮
তারিখ : ০১-১০-২২ খ্রি:।

সম্পরকিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও আরও দেখুন
Close
Back to top button