ধনবাড়ী

ধনবাড়ীতে যাত্রিবাহী বাসের চাপায় সিএনজি চালকসহ নিহত ২আহত ৫

ধনবাড়ীতে যাত্রিবাহী বাসের চাপায় সিএনজি চালকসহ নিহত ২
আহত ৫

ধনবাড়ী সংবাদ : টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসের চাপায় সিএনজি চালিত অটোরিক্সা চালকসহ দুইজন নিহত হয়েছে। এ সময় গুরুতর আরও আহত হয়েছে ৫ জন। গতকাল বুধবার সকালে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার ছাত্তারকান্দি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল সিএনজি চালক জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল গ্রামের মজিবর মিয়ার ছেলে ওয়াজেদ মিয়া (৪২) ও যাত্রী একই উপজেলার করগ্রাম এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে হালিম (৩২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সিএনজি চালিত অটোরিক্সাটি ৫ জন যাত্রী নিয়ে দিগপাইত থেকে মধুপুরের দিকে যাচ্ছিলো। টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ছাত্তারকান্দি এলাকায় পৌঁছালে ঢাকাগামী জামালপুর ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব ১১-৯৩২১) নামে যাত্রীবাহি বাসটি সিএনজিটিকে ধাক্কা দেয়। এ সময় বাস ও সিএনজি চালিত অটোরিক্সাটি পাাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় সিএনজি চালকসহ ৭ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে দুই জন মারা যায়। অপর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ধনবাড়ী থানার ওসি (তদন্ত) ইদ্রিস আলী বলেন, অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। বাস চালক ও বাসের সহকারী পালিয়ে গেছে।

সৈয়দ সাজন আহমেদ রাজু

তারিখ : ০৫-৭-২০২৩ খ্রি.

সম্পরকিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button