কালিহাতীজাতীয়টাঙ্গাইল জেলা

ঢাকা-বঙ্গবন্ধু মহাসড়কে ১৭ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীর অংশে প্রায় ১৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়‌কের কোথাও আবার প‌রিবহন চলাচ‌লে ধীরগ‌তিও র‌য়েছে। ফ‌লে চরম বিপা‌কে প‌ড়ে‌ছে যাত্রী ও কাঁচামাল প‌রিবহ‌নের চালকরা।

বৃহস্পতিবার রাত ১টা থে‌কে মহাসড়‌কের কা‌লিহাতী উপজেলার পুং‌লীর সবুর খান ফিলিং স্টেশন থেকে সল্লা পর্যন্ত অংশে যানজট সৃষ্টি হয়। সরেজমিনে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত তীব্র যানজটের চিত্র দেখা যায়।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা গে‌ছে, বৃহস্পতিবার রাত ১টার দিকে মহাসড়কের ভূঞাপুর-এলেঙ্গা লিংক‌রোড সংলগ্ন এলাকায় এক‌টি প‌রিবহ‌নের পেছ‌নে আ‌রেক‌টি প‌রিবহ‌নের ধাক্কা লাগে। এতে মহাসড়‌কে যানবাহন চলাচল বন্ধ হ‌য়ে‌ যায়।

প‌রে ক্ষ‌তিগ্রস্ত প‌রিবহন উদ্ধার ক‌রে থানায় পা‌ঠানো হয়। ফলে মহাসড়‌কের ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী লে‌নে যানবাহন চলাচল বন্ধ থাকে। ভোরের দিকে প‌রিবহনের চাপ থাকায় যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

মহাসড়কে এ‌লেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় দা‌য়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর হারুন অর র‌শিদ জানান, সকা‌লে ডিউ‌টি‌তে আসার পরই যানজ‌ট দেখা গে‌ছে। ত‌বে কি কার‌ণে মহাসড়‌কে যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে সেটা বলা যা‌চ্ছে না।

এ‌লেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ ইয়া‌সির আরাফাত জানান, বঙ্গবন্ধু সেতু এলাকায় বাস চলাচল লে‌নে ট্রাক প্রবেশ করায় যানজ‌ট হ‌তে পা‌রে। মহাসড়‌কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত সেতু থানার আওতাধীন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম যানজটের বিষয়টি সত্যতা নিশ্চিত করে ঢাকা প্রকাশ-কে বলেন, ‘বঙ্গবন্ধু সেতু পূর্ব ওজন স্টেশ‌নের ত্রু‌টিজ‌নিত কার‌ণে মহাসড়‌কে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়। পরে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বাভাবিক গতিতে যানচলাচল করছেন।

সম্পরকিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button