ধনবাড়ী

খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দুই সহোদর ভাই সহ আরো চার জন

ধনবাড়ীতে হত্যা মামলায় দুই সহোদর ভাইসহ চার জনের যাবজ্জীবন কারাদণ্ড

ধনবাড়ী সংবাদ ঃ টাঙ্গাইলে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে খুনের মামলায় দুই সহোদর ভাইসহ চার জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় প্রদাণ করেন।রায়ে দন্ডিত প্রত্যেক আসামীকে বিশ হাজার টাকা করে আর্থিক জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়।দন্ডপ্রাপ্তরা হলো টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার রাম জীবনপুর গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে সেজনু মিয়া ও মিজানুর রহমান, ফয়জ উদ্দিনের ছেলে মন্ছুর আলী,গঙ্গাবর গ্রামের মৃত মোঃ আলী ফকিরের ছেলে জামাল ফকির।মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় ১১ আসামীকে খালাস দেয়া হয়।দণ্ডপ্রাপ্ত আসামী সেজনু মিয়া পলাতক রয়েছেন।তিন আসামীর উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।
মামলার এজাহারে জানা গেছে, ২০০৪ সালের ৩০ ডিসেম্বর টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার রাম জীবনপুর গ্রামের একটি জমির দখল নিতে দণ্ডপ্রাপ্তরা অনধিক প্রবেশ করে ও হাল চাষ করতে থাকে।এসময় আব্দুর রহিম তাঁদের হাল চাষের কারন জানতে চাইলে দন্ডপ্রাপ্তরা আব্দুর রহিমকে পিটিয়ে আহত করে।পরে তাঁর ছেলে ও এলাকাবাসী আহতকে উদ্ধার করে প্রথমে মধুপুর হাসপাতালে পরে ময়মনসিংহ মেডিক্যালে নিয়ে যায়।পরেরদিন চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহিম মারা যান।এ ঘটনায় নিহতের ছেলে মোঃ সুলতান বাদী হয়ে ধনবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি মোঃ খোরশেদ আলম ও হাসিমুল আক্তার।
আসামী পক্ষের আইনজীবী ছিলেন যাইদ হাসান খান বাবু, মোঃ দবীর উদ্দিন ভুঁইয়া ও মোঃ নাদিম উদ্দিন নিউটন

সম্পরকিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও আরও দেখুন
Close
Back to top button