ধনবাড়ী

ধনবাড়ীতে বাস ও অটোভ্যানের সংঘর্ষে স্কুলছাত্রী সহ নিহত ৪ আহত ৩

ধনবাড়ীতে বাস ও অটোভ্যানের সংঘর্ষে স্কুলছাত্রী সহ নিহত ৪ আহত ৩

ধনবাড়ী সংবাদঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসের সাথে অটোভ্যানের ধাক্কায় স্কুলছাত্রীসহ চার জন নিহত ও ৩ জন আহত হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) দুপুর পৌনে একটার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের উপজেলার ধোপাখালী ইউনিয়নের বাঘিল বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বিক্ষুদ্ধরা ঢাকা-জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর মহাড়কে গাছের গুড়ি ফেলে ঘন্টাব্যপী সড়ক অবরোধ করে রাখে।
এঘটনায় দুই স্কুলছাত্রীসহ চারজন নিহত হয়েছে। আর এ ঘটনায় আহত হয়েছে অন্ততপক্ষে আরও তিনজন। গুরুতর আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহতরা হলেন বাঘিল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী রশ্মি ও বিথী, গোপালপুরে হাদিরা এলাকার মোস্তফা, নরিল্যা এলকার হাকিম। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায় নি। এঘটনা ঘটনার সাথে সাথেই বিক্ষুদ্ধরা ঢাকা-জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর মহাড়কে গাছের গুড়ি ফেলে ঘন্টাব্যপী সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল ফারহানা আফরোজ জেমি, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসলাম হোসাইন,ধনবাড়ী থানার এইচ এম জসিম উদ্দিন, মধুপুর থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমীন বিপিএম, ধনবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন, গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবুল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বিক্ষুদ্ধরা সড়ক অবরোধ তুলে নেন। যান চলাচল স্বাভাবিক হয়।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন জানান, জামালপুরের সরিষাবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী জেএস পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুপুর পৌঁণে একটার দিকে উপজেলার বাঘিল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেবার পথে আরও দুইজন মারা যান। এ ঘটনায় অন্তপক্ষে আরও তিন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে থানার পুলিশ ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা দ্রæুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়রা সহ আহতদের উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করে। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হলে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এখনও হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

সৈয়দ সাজন আহমেদ রাজু
মোবাইল: ০১৭১২৮৯৪৪৬৫
তারিখ: ৩০-৪-২৩খ্রি:

সম্পরকিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button