জাতীয়ধনবাড়ী

ধনবাড়ীতে আজ হানাদার মুক্ত দিবস

ধনবাড়ীতে আজ হানাদার মুক্ত দিবস

ধনবাড়ী সংবাদ : আজ ১০ ডিসেম্বর, শনিবার। ধনবাড়ী তথা উত্তর টাঙ্গাইলের হানাদার মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের রক্তঝরা ওই দিনে বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীকে হটিয়ে উত্তর টাঙ্গাইলের ধনবাড়ী, মধুপুর, ঘাটাইল, গোপালপুর, কালিহাতীসহ এলেঙ্গা পর্যন্ত তাদের কবল থেকে দখল মুক্ত করেন এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগানে এ অঞ্চলে উত্তোলন করেন স্বাধীন বাংলা দেশের লাল সবুজের পতাকা। বহু মা বোনের ইজ্জত আর অনেক অনেক তাজা প্রাণের বিনিময়ে অর্জিত হয় সেদিনের এ বিজয়।
১৯৭১ সালের মার্চ মাসের শুরুতেই টাঙ্গাইলে গঠিত হয় স্বাধীন বাংলা গণমুক্তি পরিষদ এবং সংগঠিত হতে থাকে আমাদের দামাল ছেলেরা। ৭১’র ৩ এপ্রিল স্বাধীন বাংলা গণমুক্তি পরিষদের নের্তৃত্বাধীন মুক্তিযোদ্ধাদের অবরোধ ভেঙ্গে টাঙ্গাইলে প্রথম প্রবেশ করে হানাদার পাকিস্তানি বাহিনী। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১০ ডিসেম্বর মধ্যরাতে কাদেরিয়া বাহিনীর হনুমান কোম্পানী কমান্ডের পিংনার নুরুল ইসলাম পান্না, মুক্তাগাছার আবুল হোসেন, মধুপুরের জটাবাড়ীর শামসুল হক, রশিদপুরের নুরুকাজী এবং সরিষাবড়ীর আনিছ কোম্পানীর বীর মুক্তিযোদ্ধাদের যৌথ আক্রমণে মধুপুরের হানাদার বাহিনীর ঘাটির পতন ঘটে। এ সময় বীর মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীর সেনাসহ প্রায় ৩ শত রাজাকার, আলবদরকে গ্রেফতার করেন এবং বিপুল পরিমান অস্ত্র তাঁেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন। এর ফলে হানাদার বাহিনী ও তাদের দোসরদের মনোবল সম্পূর্নরূপে ভেঙ্গে যায় এবং তারা জান বাঁচাতে ঢাকার পথে দ্রæততার সাথে পিছু হটতে থাকে। এ ভাবেই সন্ধ্যার মধ্যেই মুক্ত হয় ধনবাড়ী, মধুপুর, ঘাটাইল, গোপালপুর, কালিহাতীসহ এলেঙ্গা পর্যন্ত। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন, স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড, ধনবাড়ী প্রেসক্লাব শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করেছে বলে জানা গেছে।
১০/১২/২০২২ ইং

সম্পরকিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button