রাজনীতি

প্রধানমন্ত্রীকে নিয়ে বেফাঁস মন্তব্য করা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীকে নিয়ে বেফাঁস বক্তব্য করার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রহমানের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। নারায়ণগঞ্জের আমলী আদালতে (সোনারগাঁ, বন্দর) রোববার দুপুরে মামলাটি করেন বারদি ইউপির সাবেক এক সদস্য।

বিচারক শামসুর রহমান মামলাটি আমলে নিয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) তদন্ত করে ১৫ মার্চের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলায় সাক্ষী করা হয়েছে বারদি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল হককে। বাদীপক্ষের আইনজীবী এস এম ওয়াজেদ আলী এসব তথ্য নিশ্চিত করেন।

মামলার বাদী ফারুক হোসেন বলেন, বারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ১২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীকে নিয়ে একটি ওয়াজ মাহফিলে বেফাঁস মন্তব্য করেছেন, যা অত্যন্ত মানহানিকর।

সম্প্রতি মাহবুবুর রহমান বারদি ইউনিয়নের পাইকপাড়া গ্রামের একটি ওয়াজ মাহফিলে বক্তব্যে বলেন, তিনিই বারদি ইউনিয়নের ম্যাজিস্ট্রেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কখনো বারদি আসেন, তাঁর অনুমতি নিয়ে আসতে হবে। এখন থেকে প্রশাসনকে অবশ্যই তাঁর পক্ষে কাজ করতে হবে। কারও ফোনে প্রশাসন আসবে না, তিনি যদি বলেন সুইচ অফ, তাহলে সব বন্ধ হয়ে যাবে।

মাহবুবুরের এসব বক্তব্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে আওয়ামী লীগের এই নেতাকে বলতে দেখা যায়, ‘এখন থেকে হাটবাজারগুলোতে কেউ সমস্যা করলে তাদের হাত–পা ভেঙে আমাকে খবর দেবেন। হাত-পা না ভাঙলে আমি ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেব।’

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বেফাঁস কথা বলার অভিযোগের সত্যতা পেয়ে ১৬ ফেব্রুয়ারি মাহবুবুর রহমানকে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

সম্পরকিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও আরও দেখুন
Close
Back to top button