শিক্ষা

শিশু ছাত্র শিহাব হত্যা

শিশু ছাত্র শিহাব হত্যা

ধনবাড়ী সংবাদ : টাঙ্গাইলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী শিহাব মিয়ার মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার শিক্ষককে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ আজ সৃষ্টি একাডেমি স্কুলের গ্রেপ্তার শিক্ষক আবু বক্করকে টাঙ্গাইলের বিচারিক আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল হক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
গত ২০ জুন সখিপুর উপজেলার বেরবাড়ি গ্রামের প্রবাসী ইলিয়াস হোসেনের ছেলে শিহাবকে সৃষ্টি স্কুলের হোস্টেলে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে স্কুল কর্তৃপক্ষ দাবী করেন, শিহাব হোস্টেলের সপ্তম তলার একটি বাথরুমে ফাঁশ নিয়ে আত্মহত্যা করেছে।কিন্তু, শিহাবের পরিবার এটিকে হত্যাকান্ড বলে দাবী করেন।এ ঘটনায় ২৮ জুন নিহত শিহাবের মা আসমা আক্তার গ্রেপ্তার শিক্ষক আবু বক্করকে প্রধান আসামী করে ঐ স্কুলের ৬ জন শিক্ষকের নামে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এর আগে রবিবার শিহাবের ময়নাতদন্ত রিপোর্টে শ্বাসরোধে তাঁর মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়।ঐদিনই জিজ্ঞাসাবাদের জন্য সৃষ্টি স্কুলে অভিযান চালিয়ে স্কুলের আবাসিক শিক্ষক আবু বক্করসহ ৯ শিক্ষককে আটক করেছে র্যাব ও পুলিশ

সম্পরকিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও আরও দেখুন
Close
Back to top button