করোনাভাইরাস

এক দিনে ১ কোটি ১২ লাখ প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

করোনার টিকার বিশেষ ক্যাম্পেইনের প্রথম দিনে গতকাল শনিবার প্রায় ১২ লাখ প্রথম ডোজ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চিকিৎসকদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এসব কথা বলেন।বিজ্ঞাপন

গতকাল থেকে সারা দেশে তিন দিনের গণটিকা কার্যক্রমের ক্যাম্পেইন শুরু হয়েছে। গতকাল এক কোটি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছিল সরকার। সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা শুধু সফলই হইনি। ১ কোটি প্রায় ১২ লাখ টিকা প্রথম ডোজ দিতে সক্ষম হয়েছি। সব মিলিয়ে গতকাল ১ কোটি ২০ লাখ টিকা দিয়েছি। জানি না পৃথিবীর আর কোনো দেশ এক দিনে এত টিকা দিতে পেরেছে কি না।’

জাহেদ মালেক বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী একটি দেশের ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা প্রয়োজন। আমরা মোট জনসংখ্যার ৭৩ শতাংশকে টিকা দিতে সক্ষম হয়েছি। আর শতভাগ টার্গেটেড জনসংখ্যাকে টিকা দেওয়া হয়েছে।’
আগামীকাল সোমবার পর্যন্ত এই গণটিকা কার্যক্রমের ক্যাম্পেইন চলবে। এ কর্মসূচি শেষ হলে প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ ও তৃতীয় ডোজ টিকাদানের স্বাভাবিক নিয়ম চলমান থাকবে।

আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও এমিরেটাস অধ্যাপক এ বি এম আবদুল্লাহ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ইকবাল আর্সলান প্রমুখ।

সম্পরকিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button