অন্যান্য

গোবিন্দগঞ্জে বেপরোয়া বালুর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৬ নিহত ১!

গোবিন্দগঞ্জে বেপরোয়া বালুর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৬ নিহত ১!

গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ সড়কে সোনারপাড়ায় আজ ৯ জানুয়ারী ২০২৩ ইং সোমবার সকালে এক দুর্ঘটানার খবর পাওয়া গেছে।
বেপরোয়া গাড়ী চলার কারনেই এ দুর্ঘটনা হয়ে থাকতে পারে বলে স্হানীয়রা ধারনা করছে।গোবিন্দগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মী মোঃ আতিকুর ইসলাম জানান,
আমরা আজ সকাল ১০.৫ মিনিটে সংবাদ পাই গোবিন্দগঞ্জ মহিমাগঞ্জ সড়কে সোনার পাড়া নামক স্হানে কারিগরি কলেজর সামনে ঐখানে একটা বালু বাহী ট্রাক ব্যাটারী চালিত অটোরিক্সাকে সামনা সামনি ধাক্কা দিলে কয়েক জন লোক আহত হয়,এ সংবাদের ভিত্তিতে উদ্ধার কারী যন্ত্র পাতি সহ ঘটনাস্থলে ছুটে যাই,
এবং আমরা গিয়ে দেখি, চারজন লোক অটোর ভেতরে আটকা আছে১ জন মহিলা, ৩ জন পুরুষ। আমরা তাদেরকে হাসপাতালে প্রেরন করি, এবং স্হানীয় জনসাধারণ আরোদুই জন কে হাসপাতালে নিয়ে আসে।
নিহতের কথা জানতে চাইলে তিনি বলেন, আমারা ঘটাস্হলে কোন লাশ পাইনি হাসপাতালে আনার সময় গাড়িতে বা হাসপাতালে এসে এক জনের মৃত্যু হতে পারে বলে তিনি জানিয়েছেন। তিনি আরো বলেন, আমরা যখন উদ্ধার করি তখন মহিলাটা জীবিত ছিলেন,
দুর্ঘটনা কবল গাড়ী পুলিশ হেফাজতে আছে বলে তিনি জানান। তাৎখনিক যাদের নাম জানা যায়
আহতরা হলেন ১/মোঃ রুবেল মাষ্টার পিতা গোলাম মস্তফা গ্রাম পলাশবাড়ী আমতলী রাখাল বুরুজ।২/এনামুল পিতা দেলওয়ার গ্রাম হাবিবপুর. শালমারা।
৩/মানিক পিতাঃ জুল্লু, খিড়িবাড়ী, শিবপুর।৪/শাহ আলম গ্রাম কলাকাটা শালমারা ইউনিয়ন, ৫/লালমিয়া পিতা লোকমান আলী মালঞ্চা মধুপুর গোবিন্দগঞ্জ
৬/আফজাল পঁচারিয়া শালমারা
ফায়ারসার্ভিস কর্মিরা জানান যে অটো দুর্ঘটনার শিকার হয়েছিলো সেই অটো কেটে আহতদের বের করা হয়েছে।
এ সংবাদ লেখা পর্যন্ত নিহত মহিলার পরিচয় পাওয়া যায়নি।

মোঃ নাফিউল ইসলাম

সম্পরকিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button