শিক্ষা

‘স্বপ্ন ছুঁতে উচ্চ মাধ্যমিকে ভালো ফলের কোনো বিকল্প নেই’

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ডিআইইউ) ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ফরিদা বেগম বলেছেন, অধ্যয়নে মনোযোগী হয়ে দেশের সেরা ফার্মাসিস্ট হতে হবে। স্বপ্ন ছুঁতে উচ্চ মাধ্যমিকে ভালো ফলের কোনো বিকল্প নেই। কারণ ফার্মেসীতে ভর্তি হওয়ার আগে উচ্চ মাধ্যমিকেও ভালো ফলাফল করতে হবে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ডিআইইউ’র স্থায়ী ক্যাম্পাস সাঁতারকুলে ফার্মেসি বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
  তিনি বলেন, তোমরাই হবে আগামীর স্বপ্ন তাই ভালোভাবে অধ্যয়ন করে এবং ফার্মেসি ব্যবহারিক ও প্রায়োগিক জ্ঞান কাজে লাগিয়ে দেশের সেরা ফার্মাসিস্ট হয়ে উঠতে হবে। তোমাদের ভবিষ্যৎ সুন্দর ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে।
  দীর্ঘদিন পরে ক্যাম্পাসে এ নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিআইইউর উপ-উপাচার্য গণেশ চন্দ্র শাহা।

তিনি বলেন, সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠতে একজন শিক্ষার্থীর উচ্চ শিক্ষা যেমন প্রয়োজন, তেমনি নৈতিকতা শিক্ষারও প্রয়োজন রয়েছে। শুধু পড়াশোনা করে উচ্চ শিক্ষিত হলেই চলবে না, নৈতিক শিক্ষায় বলীয়ান হতে হবে।
  নবীনবরণ অনুষ্ঠানে ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান, উপ-উপাচার্য ড.গণেশ চন্দ্র সাহাসহ আরও উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী। ক্যাম্পাসে প্রথমদিনেও এমন প্রাণবন্ত পরিবেশ ও আন্তরিকতা পেয়ে প্রতিটি নবীন শিক্ষার্থীকে খুবই উচ্ছসিত দেখা গিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও আরও দেখুন
Close
Back to top button