অন্যান্য

হেমন্তের শেষেই শীতের আগমনী বার্তা উত্তরের জেলায়

হেমন্তের শেষেই শীতের আগমনী বার্তা উত্তরের জেলায়

মোঃনাফিউল ইসলাম, গোবিন্দগঞ্জ, (গাইবান্ধা ) প্রতিনিধি ঃ
মাঝারী কুয়াশার চাদরে মোড়ানো উত্তরা অঞ্চলের প্রবেশদ্বার খ্যাত গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাস্তা ঘাট সহ পুরো এলাকা। এ যেন শীতকালের পূর্বাভাস।
রাত থেকে মৃদু বাতাস বইতেছিলো,সকালে মৃদু বাতাসের সাথে কুয়াশায় জড়ানো এক দৃশ্য।
এ যেন হেমন্তের শেষেই শীতের আগমনী বার্তা।
সরেজমিনে সকালে গিয়ে দেখা যায় পুরো এলাকা কুয়াশায় ঢাকা,হাইওয়ে রাস্তায় গাড়ী গুলো হেডলাইট জ্বালিয়ে চলছে। কর্মক্ষেত্রের মানুষেরা গায়ে চাদর মুড়িয়ে ছুটে চলছে কর্মক্ষেত্রে।
স্বাভাবিকভাবেই উত্তরের হিমালয়ের জেলা হওয়ার কারনে এ অঞ্চল সহ পুরো উত্তর অঞ্চলের সব জেলাগুলোতে শীত কালের আগেই শীত লাগতে শুরু করে,
কষ্ট পায় নিম্ন শ্রেণির মানুষেরা।
শীত নিবারণের জন্য সরকার সহ মানবিক সংগঠনের আয়োজনে শীত বস্ত্র বিতরণ করলেও আরো কিছু মানুষের উপকারের জন্য সমাজের সামার্থ্যবান ব্যাক্তিবর্গণ এগিয়ে আসলে অসহায় মানুষের শীতের কষ্ট কিছুটা লাঘব হবে বলে মনে করা হয় ।

সম্পরকিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও আরও দেখুন
Close
Back to top button