তথ্যপ্রযুক্তি

এখন থেকে ফেসবুকেই করা যাবে ‘রিলস’

চায়নিজ অ্যাপ টিকটকের জনপ্রিয়তা নিয়ে নেই কোনো সন্দেহ। যখন বিশ্বজুড়ে টিকটকজ্বরে ভুগছে সবাই, তখনই ‘রিলস’ নামে টিকটক-ক্লোন অর্থাৎ টিকটকের সঙ্গে সামঞ্জস্য রেখে এক প্রোগ্রাম চালু করে ফেসবুক কোম্পানি, যা স্বল্প সময়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করে।

তবে ‘রিলস’ নামের এই সেবাটি চালু ছিল শুধু কয়েকটি দেশের ইনস্টাগ্রামে। এবার মেটা ফেসবুকে বিশ্বব্যাপী চালু করতে যাচ্ছে ‘রিলস’। রিলে অ্যাক্সেস প্রসারিত করার পাশাপাশি সোশ্যাল মিডিয়ার আরও নতুন নতুন ফিচার উন্মোচন করতে যাচ্ছে ফেসবুক। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এসব বিষয় নিশ্চিত করে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ।

নতুন এই সংস্করণের মাধ্যমে ব্যবহারকারীরা অন্যদের ভিডিও রিমিক্স, ডুয়েট করতে পারবেন। এ ছাড়াও ভিডিওর দৈর্ঘ্য ৬০ সেকেন্ড পর্যন্ত বর্ধিত করে ক্লিপ আপলোড করতে পারবেন ফেসবুকেই, ঠিক ইনস্টাগ্রাম রিলগুলোর মতো। শুধু তাই নয়, মেটা ফেসবুক রিলে মনেটাইজেশনের মাধ্যমে অর্থ উপার্জন, বিজ্ঞাপন, ব্যানার সুবিধাগুলোও থাকছে।

যদিও কোম্পানিটি তাদের রিলস প্ল্যাটফর্মের সাফল্যের নতুন কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি, তবে এর আগেও নিজেদের প্রতিদ্বন্দ্বী অনেক অ্যাপের অনুলিপি তৈরিতে সফলতা অর্জন করেছে ফেসবুক।

সম্পরকিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button