ধনবাড়ী

ধনবাড়ীতে বিদ্যালয়ের বেদখলকৃত সম্পত্তি উদ্ধারে সভা

ধনবাড়ীতে বিদ্যালয়ের বেদখলকৃত সম্পত্তি উদ্ধারে সভা..

ধনবাড়ী সংবাদ ঃ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫২ শতাংশ বেদখলে থাকা সম্পত্তি উদ্ধারে সভা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘এটি একটি উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়ের নামে ৬৯ শতাংশ জমি থাকলেও ৫২ শতাংশ সম্পত্তি বেদখলে। এ কারণে বিদ্যালয়ের অবকাঠামো করা যাচ্ছে না। কর্তৃপক্ষের নিকট দাবি বেদখলকৃত সম্পত্তি দ্রæত উদ্ধার করে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানিয়াজান ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার। এতে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শারমিন জাহান, বিদ্যালয়ের সভাপতি বুলবুল ইসলাম তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বানিয়াজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র সরকার, অভিভাবক মাহাবুবুর রহমান মুকুলসহ অনেকে। এ সময় জনপ্রতিনিধি, অভিভাবক, সাংবাদিক ও এলাকার সুধিজনরা উপস্থিত ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও আরও দেখুন
Close
Back to top button